Wednesday, October 29, 2025
Google search engine
Homeঅপরাধযুবদল কর্মী শাওন হত্যা মামলায় পিরোজপুর ইউপির সাবেক চেয়ারম্যান বিডিআর কারাগারে

যুবদল কর্মী শাওন হত্যা মামলায় পিরোজপুর ইউপির সাবেক চেয়ারম্যান বিডিআর কারাগারে

 


সোনারগাঁ প্রতিনিধিঃ-
গত বছরের বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রায় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় নিহত যুবদল কর্মী শাওন প্রধান হত্যা মামলায় সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বিডিআরের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। 

এছাড়াও একই মামলায়  বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপি’র সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও জেলা যুবদল নেতা রাজু আহমেদ জামিন মঞ্জুর করেন আদালত।

সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। আদালত শুনানি শেষে রফিকুল ইসলাম বিডিআরের জামিন নামঞ্জুর এবং আজহারুল ইসলাম মান্নান ও রাজু আহমেদের জামিন মঞ্জুর করেন। 

জানা যায়, ২০২২সালের পহেলা সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রাটি পর্যন্ত নগরীর ডিআইটি বাণিজ্যিক এলাকায় দেড় ঘণ্টা পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে যুবদল কর্মী শাওনের মৃত্যু ছাড়াও পথচারী-নারীসহ আরও ২৬ জন গুলিবিদ্ধ হন। এসময় পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিপেটায় পুলিশ, সাংবাদিকসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়।

পরে সংঘর্ষে নিহত শাওন প্রধানের বড়ভাই মিলন প্রধান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে ওই মামলায় বিএনপির অজ্ঞাত ৫০০০ নেতা-কর্মীকে আসামী করা হয়।

পরের দিন পুলিশকে হত্যার উদ্দেশে হামলা, পুলিশের কর্তব্য কাজে বাঁধা,ভাংচুর এবং বিস্ফোরকের অভিযোগ এনে ৭১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো চার থেকে পাঁচ হাজার জনকে আসামী করে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলায় ১০ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদেরকে ঘটনার দিন বৃহস্পতিবার সংঘর্ষ চলাকালীন সময় আটক করা হয়েছিলো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments