Thursday, July 31, 2025
Google search engine
Homeআড়াইহাজাররাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ণে আড়াইহাজারে পারভিনের লিফলেট বিতরণ

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ণে আড়াইহাজারে পারভিনের লিফলেট বিতরণ


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ আড়াইহাজারে বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার রাষ্ট্রকাঠামো মেরামতের বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ করেছেন।

গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার আড়াইহাজার সদর থেকে শুরু করে ফতেপুর উচিতপুরা, বিশনন্দী, মাহমুদপুর ও গোপালদী পৌরসভার বিভিন্ন এলাকায় হাজারো  বিএনপি ও তার  অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ লিফলেট বিতরণ করেন তিনি। 

এ সময় কয়েকটি পথসভায় তিনি ৩১ দফা প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে জনগণকে আশ্বস্ত করেন। এ ছাড়াও আড়াইহাজারে চাঁদাবাজি বন্ধ না হওয়ায় বর্তমান থানা পুলিশের ব্যর্থতাকে দায়ী করেন । অনতিবিলম্বে এ চাঁদাবাজি বন্ধের জন্য থানা পুলিশের প্রতি আহ্বান জানান তিনি।  চাঁদাবাজি বন্ধ না হলে আড়াইহাজার উপজেলা বাসিকে নিয়ে চাঁদাবাজি বন্ধে কঠোর দমনে মাঠে থাকবে বলে হুঁশিয়ারি দেন।  এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতেও জনগণের পাশে ছিলেন ভবিষ্যতেও জনগনের পাশে থাকবেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক বিআরডিবির চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব সাবেক জেলা তাঁতি দলের সভাপতি শফিকুল ইসলাম উপজেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি সিরিন সুলতানা মেম্বার সাধারণ সম্পাদক পিয়ারা মেম্বার সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments