Thursday, October 30, 2025
Google search engine
Homeরূপগঞ্জরূপগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

রূপগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

 

মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ-“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রূপগঞ্জ থানা পুলিশের উদ্যোগে গতকাল ৮ ডিসেম্বর বুধবার বিকালে থানা মিলনায়তনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। 

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজ সেবকসহ সমাজের বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

রূপগঞ্জ থানায় আয়েজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ। 

সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আমীর খসরু, নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন, রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম চৌধুরী অপু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন, ইউপি সদস্য জাকিয়া সুলতানা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ইভটিজিং, মাদক, কিশোরগ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ অপরাধ নির্মূলে সকলকে এগিয়ে আসতে হবে। কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না। যত প্রভাবশালীই হোক এজাহার নামীয় আসামি হলে রূপগঞ্জে পা রাখলেই তাকে গ্রেফতার করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments