Wednesday, October 29, 2025
Google search engine
Homeঅপরাধরূপগঞ্জে নাশকতা ঠেকাতে যানবাহনে পুলিশের তল্লাশি

রূপগঞ্জে নাশকতা ঠেকাতে যানবাহনে পুলিশের তল্লাশি


রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ
-শারদীয় দুর্গা পূজা উপলক্ষে নাশকতা এড়াতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে পুলিশ বিভিন্ন যানবাহনে ব্যাপক তল্লাশি করছেন। 

সোমবার (২৩ অক্টোবর)  সকাল থেকে রূপগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের তারাবো বিশ্বরোড এলাকার সুলতানা কামাল সেতু সংলগ্ন স্থানে পুলিশ তল্লাশি শুরু করেন। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম শাহেদ জানান, রূপগঞ্জ উপজেলার দাউদপুর, ভূলতা, গোলাকান্দাইল, মুড়াপাড়া, কায়েতপাড়া, তারাবো, কাঞ্চন, ভোলাবো ও রূপগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় ৫৪ টি মন্ডপে এবার শারদীয় দুর্গা উৎসব পালিত হচ্ছে। এসব মন্ডপে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ২৪ ঘন্টা পুলিশ ও আনসার সদস্যদের নিয়োজিত রাখা হয়েছে। 

এছাড়া ঢাকা সিলেট মহাসড়ক, এশিয়ান হাইওয়ে বাইপাস সড়ক ও ঢাকা চট্টগ্রাম সড়ক যোগে শত শত যানবাহন ও হাজার হাজার মানুষ রূপগঞ্জের উপর দিয়ে রাজধানীরসহ সারাদেশে চলাচল করছেন। এসব সড়ক যোগে এসে শারদীয় দুর্গাপূজা উৎসবকে বানচাল করার জন্য অপরাধীরা নানা ধরনের নাশকতা করতে পারে। এমন আশঙ্কায় রূপগঞ্জ থানা পুলিশ ২৪ ঘন্টা তারাবো বিশ্বরোড সুলতানা কামাল সেতু, ভুলতা, ৩০০ ফুট সড়ক, মায়ারবাড়ি, গাজী সেতু, ভোলাবোসহ অন্তত ২০টি পয়েন্টে বিভিন্ন যানবাহনে তল্লাশি করছেন। আর পুলিশের এ তল্লাশি অব্যাহত থাকবে। 

রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গনেশ চন্দ্র পাল বলেন, এবার আমাদের রূপগঞ্জে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে দূর্গা উৎসব হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় এখন পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকল ধর্মের মানুষ আমাদেরকে দূর্গা উৎসবের সহযোগিতা করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments