Friday, August 1, 2025
Google search engine
Homeঅপরাধরূপগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রূপগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রূপগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


রূপগঞ্জ প্রতিনিধিঃনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

২১ মে শুক্রবার ঢাকা-ডেমরা-রূপগঞ্জ সড়কের পূর্বগ্রাম এলাকায় কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এ মানববন্ধন করে।

মানববন্ধন পূর্বক পূর্বগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহেদ আলী। 

সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা রবি রায়,শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লোকমান হোসেন ভান্ডারি, রূপগঞ্জ উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, রাসেলনগর ইউনিয়ন মহিলা লীগের সভাপতি নাজমা খান,কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক,সাধারণ সম্পাদক নাদিম হোসেন অপু, শেখ রাসেল নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন,কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলমগীর হোসেন, যুবলীগ নেতা শফিকুল ইসলাম জাহিদ প্রমুখ। 

সভায় বক্তারা বলেন,নবাগত আওয়ামীলীগ ও প্রতিপক্ষের লোকজন রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে পুলিশের সহযোগিতায় গত ৬ মাসে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহেদ আলী সহ শতাধিক নেতকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসী, চাদাবাজি,মারামারি, বিস্ফোরক সহ রূপগঞ্জ থানায় ৫টি মামলা দায়ের করেছে। এ সকল মামলায় জামিনে থাকলেও পুলিশ প্রতিনিয়ত আওয়ামীলীগের নেতাকর্মীদের হয়রানি করছে। এ সকল মিথ্যা মামলা রুজুকারী রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির বদলি হলেও পুলিশের হয়রানি কমেনি। আওয়ামীলীগের নেতাকর্মীদের হয়রানি বন্ধ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments