Wednesday, July 30, 2025
Google search engine
Homeঅপরাধরূপগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা মামলার আসামি সিলেটে গ্রেফতার

রূপগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা মামলার আসামি সিলেটে গ্রেফতার


নিজস্ব প্রতিবেদকঃ
– নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলার আসামি মো. ইব্রাহিমকে (৫৩) গ্রেফতার করেছে র‍্যাব-১১ ব্যাটেলিয়ানের আভিযানিক দল।

শনিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৪টায় সিলেট জেলার বিশ্বম্ভরপুর থানার জয়নগর মাযাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‍্যাব-১১ ব্যাটেলিয়ান সদর দফতরের সিনিয়র সহকারী পরিচালক স্কোয়াড কমান্ডার মো.শামসুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানায়, সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা হলে আসামি ইব্রাহিমকে গ্রেফতারের চেষ্টা ও গোয়েন্দা নজরদারি শুরু করে র‍্যাব। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে সিলেট জেলায় অভিযান চালিয়ে আসামি ইব্রাহিমকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, বখাটের বাড়িঘর ভেঙে দিলো জনতা

গ্রেফতার আসামি ইব্রাহিমের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালনার জন্য তাকে জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে বলেও র‍্যাব জানিয়েছে।

গত বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসি বাঘবাড়ি এলাকায় চকলেট কিনে দেবার কথা বলে নিজ দোকানের ভেতরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে কাঁচামাল ব্যবসায়ি ইব্রাহিম। এসময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এলে ইব্রাহিম সেখান থেকে পালিয়ে যায়। পরে এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত ইব্রাহিমকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসী রাত নয়টা থেকে বিক্ষোভ করেন। খবর পেয়ে রাত এগারোটায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম এবং জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম সহ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা, দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

পরে তারা শিশুটিকে উদ্ধার করলে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য রাতেই পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পরদিন ১৪ মার্চ (শুক্রবার)  ভুক্তভোগী শিশুর পরিবার বাদী হয়ে ইব্রাহিমকে আসামি করে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এ ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে বিষয়টি ব্যাপক আলোচিত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments