Friday, August 1, 2025
Google search engine
Homedhakaর‍্যাবের অভিযানে ১২ জুয়াড়ি আটক

র‍্যাবের অভিযানে ১২ জুয়াড়ি আটক

 

র‍্যাবের অভিযানে ১২ জুয়াড়ি আটক


মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ-রাজধানীর ডেমরা থেকে ১৪ হাজার ২৮০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি জব্দসহ ১২ জুয়াড়িকে আটক করেছে র‍্যাব-১১। 

বুধবার (৯ জুন) দিবাগত রাত দেড়টায় ডেমরার সুকশী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, মো. সাহাবুদ্দিন (৩২), মো. হাবিব (৩২), ইউনুস মিয়া (২৮), মো. মনির হোসেন জসিম (৩০), মো. হৃদয় (২৪), মো. আল-আমিন (৪০), কালা চাঁন (৩২), ওয়াহেদুল প্রকাশ মতিন (৩৪), মো. লিটন মিয়া (৩৫), মো. ইলিয়াস মিয়া (৩৫), গোপাল বৈদ্য (৩২) ও মো. জামাল মিয়া (৩০)।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুর ১টায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব-১১`র সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সংঘবদ্ধ জুয়াড়ি চক্র দীর্ঘদিন ধরে ঢাকার ডেমরা থানাধীন সুকশী এলাকায় নানা কায়দায় জুয়ার আসর চালিয়ে আসছিল। এ জুয়ার আসরে ৫০-৬০ জন লোক নিয়মিত জুয়া খেলতেন। এসব আসরে বিপুল পরিমাণ অবৈধ অর্থের লেনদেন হতো। এদিকে আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চালিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments