Wednesday, September 3, 2025
Google search engine
Homeঅপরাধর‌্যাবের অভিযানে ২১ জুয়াড়ি গ্রেফতার

র‌্যাবের অভিযানে ২১ জুয়াড়ি গ্রেফতার

র‌্যাবের অভিযানে ২১ জুয়াড়ি গ্রেফতার


মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ-নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে অবৈধ জুয়ার আস্তানায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জামাদি ও ২৮ হাজার ১৪০ টাকা জব্দসহ ২১ জুয়াড়িকে গ্রেফার করেছে র‌্যাব-১১।

রবিবার (১১ জুলাই) ফতুল্লার দক্ষিণ কায়েমপুর ও সিদ্ধিরগঞ্জের এনায়েত নগর কুতুবপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- শ্রী সবুজ মন্ডল ওরফে রিপন (২৭), মো. সুমন হোসেন (৩৮), মো. দেলোয়ার হোসেন (৪০), মো. সেলিম (৪২), মো. শামীম (৫০), মো. রনি (২৯), রিপন (৪০), হাফিজুর (৪২), মো. নাদিম (২৮), মো. রতন মৃধা (৩৪), মো. মনিজল (৪২), মো. তাজেল (২৮), মো. আমজাদ শেখ (৩২), মো. মনির হোসেন (২৮), মো. বাহাউদ্দিন (৩০), মো. হাসান (২৬), মো. মানিক (২৫), মো. শহিজল (২৫), মো. মোশারফ হোসেন (৪৪), মো. আবুল কালাম (৩৮), কালাম (৩৪)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার দক্ষিন কায়েমপুর এবং সিদ্ধিরগঞ্জের এনায়েত নগর কুতুবপুর এলাকায় কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments