Wednesday, October 29, 2025
Google search engine
HomeUncategorizedর‌্যাব-১১র অভিযানে সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১১র অভিযানে সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র‌্যাব-১১র অভিযানে  ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

শুক্রবার(১৫ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়। 

র‌্যাব-১১র প্রেস রিলিজ থেকে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ-মোঃ আনোয়ার হোসেন (৩৮) ও মোঃ আরিফ হোসেন (২৭)এসময় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের হেফাজত হতে ২৪২ পিস ইয়াবা ট্যাবলেট ও ০.৫৫ গ্রাম হেরোইনসহ মাদক বিক্রয়ের নগদ ২,১০০/- টাকা, ১টি ছোরা ও ১টি লোহার রড উদ্ধার করা হয়।  

গ্রেফতারকৃত আসামী মোঃ আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার কুতুবপুর এলাকার নূর মোহাম্মদের ছেলে ও অপর আসামী মোঃ আরিফ হোসেন পটুয়াখালী জেলার বাউফল থানার ছিটকা এলাকার মৃত আজাহার আলী ’র ছেলে । 

গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে বিভিন্ন অভিনয় কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও হেরোইন সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট ক্রয়-বিক্রয়, সরবরাহ এবং দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে জনসাধারণকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সোনারগাঁ থানায় মাদক ও অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। 

      

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments