মোঃ নুর নবী জনিঃ-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার গণ অভ্যুত্থান কালে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ, সরকারি সম্পত্তি সম্পর্কিত তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ জানিয়েছে র্যাব-১১।
বুধবার এক বিজ্ঞপ্তিতে একথা জানায় র্যাব-১১।
র্যাব জানায়, কেউ স্বেচ্ছায় লুট করা সম্পত্তি ফেরত দিলে তার পরিচয় গোপন রাখা হবে এবং কোনরূপ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না।
প্রেস বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে যারা অস্ত্র জমা দিবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। অন্যথায় অস্ত্র লুটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত: গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর নারায়ণগঞ্জের বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও ব্যক্তি প্রতিষ্ঠান এবং বাসা-বাড়ি থেকে আসবাবপত্র লুটপাট করার সঙ্গে অস্ত্রও লুট করা হয়।



.jpeg)
