Wednesday, October 29, 2025
Google search engine
Homeঅপরাধশম্ভুপুরা ইউনিয়ন আ'লীগ কর্মীদের মারধরের ঘটনায় মামলা

শম্ভুপুরা ইউনিয়ন আ’লীগ কর্মীদের মারধরের ঘটনায় মামলা


আজকের সংবাদ ডেক্সঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে আ’লীগের কর্মী সম্মেলনে নেতা কর্মীদের উপর মোল্লাবাহিনীর সন্ত্রাসী হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গত ২৮ জানুয়ারী রাতে মামলাটি নথিভুক্ত করা হয়। উল্লেখ্য গত বুধবার ২৫ (জানুয়ারি) বিকালে উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন এলাহীনগর ঈদগাহ্ মাঠে শম্ভুপুরা ইউনিয়ন আ’লীগের কর্মী সম্মেলন চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় শম্ভুপুরা ইউনিয়নের নবীনগর এলাকার আবু বক্কর সিদ্দিক মোল্লাকে ১নং আসামী এবং ২২ জন সহ আরো অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে  আসামী করে মামলাটি দায়ের করা হয়।

জানা যায়, কর্মী সম্মেলনে উক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মোল্লা ও সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অর্ধশত কর্মী সমর্থক আহত হয়। 

কর্মী সম্মেলনে ইউনিয়ন আ’ লীগের সভাপতি তার স্বাগত বক্তব্যে উক্ত ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিনকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে আবু বক্কর সিদ্দিক মোল্লার সমর্থকরা নাসির উদ্দিন সমর্থকদের উপর অতর্কিত হামলা চালালে ৫০ জনের মতো গুরতর আহত হয়। গুরুতর আহত কর্মী সমর্থকদের মধ্যে ৫/৬ জনের অবস্থা আশঙ্কাজনক হ আশায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় 

এ বিষয়ে নাসির উদ্দিন জানান,শম্ভুপুরা ইউনিয়ন আ’লীগের কর্মী সম্মেলনে আবু বক্কর সিদ্দিক মোল্লার উস্কানিমূলক বক্তব্যে ও তার নির্দেশে পরিকল্পিতভাবে আমার নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। 

এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড.শামসুল ইসলাম ভূঁইয়া জানান, শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক মোল্লার উস্কানিমূলক বক্তব্যের কারনে ঐদিন নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তখনই আমরা কর্মী সম্মেলন স্থগিত করি এবং কর্মী সম্মেলনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments