Wednesday, July 30, 2025
Google search engine
Homeবন্দরশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল


বন্দর প্রতিনিধিঃ-
১৯ জানুয়ারী রবিবার বিকাল ৪টায় বন্দর খেয়াঘাট কাঠপট্টি এলাকায় বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান’র ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  

নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া’র সভাপতিত্বে ও সহ সভাপতি রাজু আহমেদ রাজন’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবির। 

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন নিয়ে আমরা যেভাবে গর্ববোধ করি আবার দুঃখ প্রকাশ করি কিছু বিপথগামী লোকের কারণে চট্টগ্রামের সার্কিট হাউসে তাকে শহীদ হতে হয়েছে। প্রেসিডেন্ট জিয়ার জন্ম না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না, তিনি ঘোষণা না দিলে কেউ যুদ্ধে ঝাঁপিয়ে পড়তো না, ভারত বাংলাদেশকে সিকিমের মতো নিয়ে যেত। তিনি ঘোষণা দিয়েছিলেন বলেই আজ আমরা বাংলাদেশ পেয়েছি। তিনি শুধু ঘোষনা দিয়েই থেমে থাকেননি সেক্টর কমান্ডার হিসেবে দেশের জন্য যুদ্ধে নেমে গেছেন। দেশের জন্য যুদ্ধ করেছেন। আওয়ামী লীগে কোন মুক্তিযোদ্ধা বা সেক্টর কমান্ডার নেই। শেখ মুজিবুর রহমান দেশকে লুটপাট ও দুর্ভিক্ষ ছাড়া আর কিছুই দিতে পারিনি। দেশ স্বাধীন হয়েছিল ১৯৭১ সালে, আবার স্বাধীন হলো ২০২৪ সালে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে। এ স্বাধীনতা কে আমাদের ধরে রাখতে হবে। আমরা নারায়ণগঞ্জবাসীকে সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত রাখতে চাই। আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন বিএনপির পাশে থাকবেন। 

বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, আমিনুল ইসলাম মিঠু, জেলা মৎস্যজীবি দলের সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম, যুবদলের সাবেক সহ সভাপতি পারভেজ মল্লিক, ১৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি দিদার খন্দকার, মহানগর বিএনপি নেতা শাহাদাৎ হোসেন।

এতে আরো বক্তব্য রাখেন, লিটন আহাদ, আল আমিন, নূর হানিফ, ফারুক চৌধুরী প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments