Wednesday, July 30, 2025
Google search engine
Homeজাতীয়সমাজসেবা অধিদপ্তর দরিদ্র মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে:- ইউএনও ফারজানা

সমাজসেবা অধিদপ্তর দরিদ্র মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে:- ইউএনও ফারজানা


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে ওয়াকাথন ও মুক্ত আড্ডার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের কার্যালয় চত্ত্বরে বেলুন উড়িয়ে এ দিবসটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান। 

পরে ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’-এ প্রতিপাদ্যে সেখান থেকে একটি ওয়াকাথন বের করা হয়। ওয়াকাথনটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।

ওয়াকাথন শেষে উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। 

এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, সমাজসেবা অধিদপ্তর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সামজিক নিরাপত্তাসহ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে সমাজ সেবা অধিদপ্তর। এ সময় কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি ‘জাতীয় সমাজসেবা দিবস-২০২৫’ উপলক্ষে নেওয়া সকল কর্মসূচির সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন। 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা মো: মিজানুর রহমান,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: শাহীনুর রহমান,ইউনিয়ন সমাজকর্মী মোঃ লুৎফুর রহমানসহ সমাজসেবা অফিসের কর্মচারীবৃন্দ এবং স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিগন।

পরে মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments