Wednesday, July 30, 2025
Google search engine
Homeঅপরাধসিদ্ধিরগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় তৎপর পুলিশ

সিদ্ধিরগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় তৎপর পুলিশ


সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :-

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান বজায় রেখে তৎপর রয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। 

৫ আগষ্টের গণঅভ্যুত্থানের পর থেকে সিদ্ধিরগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোন ধরণের বিশৃঙ্খলা মোকাবেলায় ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে গেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছেন মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, চুরি-ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড নির্মূলে। সিদ্ধিরগঞ্জকে অপরাধমুক্ত এবং বাসযোগ্য একটি জনপদ হিসেবে গড়ে তুলতে প্রত্যেকটি এলাকার মসজিদে মসজিদে জুমআ’র নামাজ আদায় করে জনগণকে সচেতনতার জন্য কাজ করছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জানান, মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সিদ্ধিগঞ্জের আটি হাউজিং ২নং গলির বটতলা কাজী ভিলার সামনে পাকা রাস্তা থেকে পারুল বেগম (৪৮) নামে এক নারীকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার (১৬ জুন) বিকালে জামাল হোসেন (৩৯) নামে এক ভুক্তভোগীর অভিযোগের সূত্র ধরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো: আনু মিয়া (৩৬) ও মো: তুষার মিয়া (২৪) নামে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

ওসি মোহাম্মদ শাহীনূর আলম জানান, গত এপ্রিল মাসে মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় একই পরিবারের তিনজন হত্যার শিকার হয়। উক্ত ঘটনায় মামলা রুজু হওয়ার ২৪ ঘন্টার মধ্যে মূল আসামীকে গ্রেফতার করা হয়। মে মাসে এনায়েতনগর লাকী বাজার এলাকায় কিশোর গ্যাং দ্বারা একটি হত্যার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে ২জন আসামী গ্রেফতার করা হয়। মে মাসে ডিএন্ডডি লেকপাড় হৃদয়ের ক্লাবের সামনে কিশোর গ্যাং দ্বারা আরো একটি হত্যার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে মূল আসামী সহ মোট ৫জন আসামী গ্রেফতার করা হয়। জানুয়ারী হতে মে মাস পর্যন্ত গ্রেফতারী পরোয়ানা মূলে মোট ৩৫৫ জন আসামী গ্রেফতার করা হয়। জানুয়ারী হতে মে মাস পর্যন্ত নিয়মিত মামলায় মোট ৩০১ জন আসামী গ্রেফতার করা হয়। এছাড়াও জানুয়ারী হতে মে মাস পর্যন্ত ৬১টি মাদক মামলা এবং অস্ত্র আইনে ৩টি মামলা রুজু করা হয়েছে।

ওসি মোহাম্মদ শাহীনূর আলম আরো জানান, জানুয়ারী থেকে মে মাস পর্যন্ত ৩৮১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২৩ কেজি ২০ গ্রাম গাঁজা, ৬০ গ্রাম হেরোইন, ৬২ বোতল ফেন্সিডিল, ১০ লিটার দেশী মদ এবং ১টি পুরাতন পিস্তল, ১টি অচল শর্ট রিভলবার ও ১টি সোনালী রংয়ের পিস্তল উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, সিদ্ধিরগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছি। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আমরা তৎপর রয়েছি। সিদ্ধিরগঞ্জের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যেতে চাই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments