Monday, October 27, 2025
Google search engine
Homeঅপরাধসিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু ধাক্কায়

সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু ধাক্কায়


সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
– নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় মো. মজনু মিয়া (৪৮) নামে একজন কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ ফেব্রয়ারি) রাত ৯ টার দিকে আদমজী-নারায়ণগঞ্জ নাগিনা জোহা মহা সড়কের শিমুলপাড়া পূর্ব মুনলাইট এলাকায় এ ঘটনা ঘটে। অটোচালক শাওন (১৮) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

নিহত মজনু পূর্ব শিমুলপাড়া আইলপাড়া এলাকার আরশাদ আলীর ছেলে। তিনি পেশায় একজন কাঁচা তরকারির ব্যবসায়ী। আটক শাওন (১৮) একই এলাকার মোশারফ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের আহবায়ক লিটন আহমেদ জানান, নাগিনা জোহা সড়কের পাশে পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন মজনু। পার হওয়ার সময় দ্রতগামী একটি ইজিবাইক ধাক্কা দিলে তিনি ছিটকে গিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments