Thursday, July 31, 2025
Google search engine
Homeঅপরাধসিদ্ধিরগঞ্জে রোহিঙ্গা সংগঠনের গোপন বৈঠক, কমান্ডারসহ গ্রেপ্তার- ১০

সিদ্ধিরগঞ্জে রোহিঙ্গা সংগঠনের গোপন বৈঠক, কমান্ডারসহ গ্রেপ্তার- ১০


নিজস্ব সংবাদদাতা //
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (অজঝঅ)-এর সদস্যসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। অভিযানে তাদের কাছ থেকে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে। সন্ত্রাস বিরোধী ও অবৈধ প্রবেশ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার ( ১৮ মার্চ ) ভোরে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় র‍্যাব-১১। পরে আসামিদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, গ্রেপ্তারকৃতরা এর আগে নারায়ণগঞ্জ ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। গোপন বৈঠকের তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মিয়ানমারের আরাকান রাজ্যের বাসিন্দা আতাউল্লাহ (৪৮), মোস্তাক আহাম্মদ (৬৬), সলিমুল্লাহ (২৭) ও তার স্ত্রী আসমাউল হোসনা (২৩), মোঃ হাসান (১৫) এবং ময়মনসিংহের মনিরুজ্জামান (২৪)।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments