Wednesday, October 29, 2025
Google search engine
Homeঅপরাধসিদ্ধিরগঞ্জে হাসপাতালের ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ

সিদ্ধিরগঞ্জে হাসপাতালের ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ


সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
-নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের প্রো-অ্যাকটিভ হাসপাতালের ভুল চিকিৎসায় ফারজানা আক্তার (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

শনিবার সকালে ওই ভুক্তভোগী হাসপাতালে অবস্থানকালে মারা যান।

মৃত নারীর স্বজনরা জানিয়েছেন, আজ ভোর সাড়ে পাঁচটায় ওই গৃহবধূর বুকে ব্যাথ্যা উঠলে তারা সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডস্থ প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়েন যান। সেখানে গেলে ডাক্তাররা হার্ট ফেল করেছে জানিয়ে তাৎক্ষণিক দুটি ইনজেকশন দেয় তাকে। পরে অবস্থার ব্যগতি দেখলে এর কিছুক্ষণ পর রুগীকে আইসিইউতে নিয়ে গিয়ে আরও ১০টি ইনজেকশন দেওয়া হয়। একপর্যায়ে ডাক্তাররা যখন বুঝতে পারেন রুগীর মৃত্যু হয়েছে তখনই তারাহুরো করে রুগীকে ঢাকা নিয়ে যেতে পরামর্শ দেন ঘাতক হাসপাতাল কতৃপক্ষ। পরে রুগীর সঙ্গে থাকা স্বজনরা দেখতে পান যে সে শ্বাস-প্রশ্বাস নিচ্ছে না। তখন তারা বুঝতে পারেন মৃত্যু হয়েছে। 

মৃত নারীর স্বামীর নাম রুহুল আমীন। তাদের সংসারে দুটি মেয়ে সন্তান রেখে গেছেন তিনি। 

এই মৃত্যুকে হত্যা দাবি করে ওই নারীর ভাসুরের ছেলে আনু খান বলেছেন, হাসপাতাল কতৃপক্ষকে জিজ্ঞেস করেছিলাম ইনজেকশন কি কি দেয়া হয়েছিল। কিন্তু তারা কোনো উত্তর দেয়নি বলেছে তাদের কাছে লিখা আছে। এরা এর পূর্বেও এমন অনেকের সঙ্গে ঘটিয়েছে। এদের বিচার চাই আমরা।

ঘটনার সত্যতা জানতে চাইলে এ বিষয়ে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রাশিদুল ইসলাম জানান, কার্ডিয়াক সমস্যা নিয়ে ওই রোগী আজ ভোরে আমাদের হাসপাতালে ভর্তি হোন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮ টার দিকে মারা যান। তাকে বাঁচাতে আমরা চেষ্টা কোনো ত্রুটি রাখিনি। রাগের বর্শবর্তী হয়ে হয়তো রোগীর স্বজনরা এই অভিযোগ তুলছেন ।

হাসপাতালে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, আমাদের কাছে অভিযোগ দেয়া হলে ব্যবস্থা নেয়া হবে। আমরা মৃত নারীর স্বজনদের সাথে কথা বলেছি মরদেহ ময়নাতদন্তের করার জন্যে। কিন্তু তারা মরদেহ ময়নাতদন্ত করবে না বলে লাশ নিয়ে গেছেন। 

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: এ এফ এম মুশিউর রহমান বলেন, ভুল চিকিৎসায় মৃত্যু হলে থানা অভিযোগ দিতে হবে এবং আমাদের বরাবর একটি লিখিত চিঠি পাঠালে আমরা ব্যবস্থা নিবো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments