Tuesday, September 2, 2025
Google search engine
Homeঅন্যান্নসিদ্ধিরগঞ্জ থানা ভাংচুর লুটপাট, আসামী ৫ হাজার

সিদ্ধিরগঞ্জ থানা ভাংচুর লুটপাট, আসামী ৫ হাজার


নিজস্ব প্রতিনিধিঃ
-সিদ্ধিরগঞ্জ থানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করার ঘটনায় অজ্ঞাত প্রায় ৫ হাজার জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন।

এর আগে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থানায় হামলা করে লুটপাট চালান দুর্বৃত্তরা। পরবর্তীতে থানা ভবনে আগুন ধরিয়ে দেন তারা। এরপর থেকে বেশ কয়েকদিন থানা পুলিশের সেবা কার্যক্রম থেকে বঞ্চিত ছিলেন জনসাধারণ।

মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, থানা ভাঙচুর করে লুটপাটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৪ থেকে ৫ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments