আজকের সংবাদ ডেক্সঃ-
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নংওয়ার্ডস্থ বউ বাজার এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানিক দল শান্তি আক্তার (৪৮) ও মাজেদা বেগম (৫০)’কে গ্রেফতার করছে।
শুক্রবার (২০ জুন) বেলা ১১ টায় তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযান পরিচালনা কালে তাদের কাছ থেকে মাদকের ওজন মাপার মেশিনসহ ইয়াবা ট্যাবলেট ২৯ টি, স্মার্টফোন ১২টি, বাটন ফোন ২৩ টি, ট্যাব মোবাইল ২ টি, চাইনিজ কুড়াল ২টি, চাপাতি ১টি, চাকু ছোট ৯ টি, সুইজ গিয়ার ১টি, চাকু বড় ২টি, টেটা ১টি, ভিডিও ক্যামেরা ১টি এবং মাদক বিক্রির নগদ তিন লাখ বিশ হাজার ২২৫ টাকা উদ্ধার করা হয় । গ্রেফতার শান্তি এলাকার মাদক সম্রাট হায়দার আলীর স্ত্রী ও মাজেদা মোঃ রফিক এর স্ত্রী বলে।
উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও আটককৃতদের বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনীর আভিযানিক দল। এলাকাভিত্তিক মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সেনাবাহিনীর এই অভিযান চলমান আছে থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।