Friday, August 1, 2025
Google search engine
Homeখেলাধুলাসোনারগাঁয়ে অম্বর খেলাঘর আসরের কমিটি গঠণ

সোনারগাঁয়ে অম্বর খেলাঘর আসরের কমিটি গঠণ


সোনারগাঁয়ে অম্বর খেলাঘর আসরের কমিটি গঠণ


নারায়ণগঞ্জ (সোনারগাঁ) প্রতিনিধিঃ– নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা খেলাঘরের শাখা ‘অম্বর’ খেলাঘর আসরের কমিটি গঠণ করা হয়েছে। 

শুক্রবার(১২ আগষ্ট) বিকেলে উপজেলার কাঁচপুরের সোনাপুর এলাকায় নেমস্ মিলনায়তনে ২৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়।

অম্বর খেলাঘর আসরের নবগঠিত কমিটিতে লায়ন রাজা রহমানের সভাপতি,মাকসুদা রাজন জলি কে সাধারণ সম্পাদক ও মাসুম ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে ২৮ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন সোনারগাঁ উপজেলা খেলাঘরের সভাপতি আজিজুল ইসলাম মুকুল।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির,প্রস্তুতি কমিটির আহ্বায়ক ফয়সাল মহসিন,জেলা খেলাঘর আসরের সদস্য মিজানুর রহমান মিঠু,সোনারগাঁ উপজেলা খেলাঘরের সম্পাদক মন্ডলির সদস্য আনোয়ার হোসেন, সাংবাদিক নুর নবী জনি,সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমন,ফারজানা আক্তার মনি,জহিরুল ইসলাম জহির,আশরাফ হোসেন,কাজল,সুলতানা রাজিয়া,মাহবুব আলম প্রমুখ। 

এছারাও আরও উপস্থিতি ছিলেন,রানা হাসান, ইমরান হোসেন পাভেল,কাউছার,শিখা রানি দাস,ফারজানা হোসেন জয়াসহ অনেকে। 

এই কমিটি গঠণে শিশু শিক্ষার্থীরা ছড়া,কবিতা আবৃত্তি করে অনুষ্ঠানকে প্রানবন্ত করে তোলেন।

উল্লেখ্য যে, আগামী ১৯ আগষ্ট সোনারগাঁ উপজেলা খেলাঘর আসরের কমিটি গঠণ করা হবে। উপজেলা খেলাঘরের কমিটি করার আগে উপজেলাধীন শাখা আসরগুলোর কমিটি করতে হয়। তারই ধারবাহিকতায় অম্বর খেলাঘর আসরের কমিটি গঠণ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments