Wednesday, July 30, 2025
Google search engine
Homeঅপরাধসোনারগাঁয়ে আইনজীবির বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণলংকার লুট

সোনারগাঁয়ে আইনজীবির বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণলংকার লুট


সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি
:-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে আব্দুর রহিম নামের এক আইনজীবির বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে বাড়ির রান্নার ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাতি সংঘটিত করে। ডাকাতরা ঘরের সবাইকে হাত, পা ও মুখ বেঁধে ঘরে থাকা নগদ ১২ লাখ ৭০ টাকা ও স্বর্ণলংকারসহ প্রায় ২৫লাখ টাকার মূল্যবান মালপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডাকাতির ঘটনায় বুধবার সকাল ১০টার দিকে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র আইনজীবি আব্দুর রহিম বলেন, উপজেলার সনমান্দি ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের বাড়িতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে মুখোশধারী একদল ডাকাত তার বাড়ির রান্নাঘরের জানালার গ্রিল কেটে প্রবেশ করে। এক পর্যায়ে তাদের ডুপ্লেক্স বাড়ির দ্বিতীয় তলায় তাদের কক্ষে গিয়ে তাকে তার স্ত্রী শাহনাজ আক্তার ও ছেলে সাব্বির আহম্মেদ লিমনের হাত পা ও মুখ বেধে নগদ ১২লাখ ৭০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণসহ প্রায় ২৫ লাখ টাকারও মূল্যবান মালপত্র লুট করে নিয়ে যায়।

তিনি আরো বলেন, মসজিদ নির্মাণের রড ক্রয় করার জন্য টাকাগুলো ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছিল।  পাঁজজন ডাকাত তাদের কক্ষে প্রবেশ করে। ডাকাতদের হাতে রামদা ও ছোড়া ছিল। একজন লম্বা মুখোশধারী ডাকাতের কোমড়ে ছিল পিস্তল। ডাকাতরা আড়াইহাজার ও বরিশালের স্থানীয় ভাষায় কথা বলে। তবে কাউকে হতাহত করেনি। আমাদের সামনেই আলমারীসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ করে। 

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ডাকাতির খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে তিনিও ঘটনাস্থলে গিয়েছেন। এ ঘটনায় মামলা গ্রহন করে ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments