Thursday, July 31, 2025
Google search engine
Homeআন্তর্জাতিকসোনারগাঁয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সোনারগাঁয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত


মোঃনুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী বের হয়।উপজেলা কার্যালয়ের সামনে থেকে র‌্যালী শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই জায়গায় এসে শেষ হয়।

র‌্যালী শেষে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। 

উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইব্রাহীম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সহধর্মিণী ও জাতীয় মহিলা সংস্থা সোনারগাঁ উপজেলা শাখার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানার সঞ্চালন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড.শামসুল ইসলাম ভুইয়া,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ। 

এসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়  মহিলা পার্টির সভাপতি জাহেদা আকতার মনি, সাধারণ সম্পাদক জাহানারা আক্তার,যুগ্ন-আহবায়ক পান্না আক্তার,সাবেক মহিলা মেম্বার মমতাজ, পিয়ারা বেগম, সুরিয়া বেগম, জড়িনা,উর্মি আক্তারসহ আরোও অনেকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments