Friday, August 1, 2025
Google search engine
Homeরাজনীতিসোনারগাঁয়ে আবারো আ'লীগ সমর্থিত প্রার্থীর পরাজয়

সোনারগাঁয়ে আবারো আ’লীগ সমর্থিত প্রার্থীর পরাজয়


সোনারগাঁ প্রতিনিধিঃ-
নারায়নগঞ্জ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর আবারো সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের পরাজয় হয়েছে। এবার নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে উপজেলা আওয়ামী লীগের একক প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুম জাতীয় পার্টির প্রার্থী আবু নাইম ইকবালের সাথে পরাজিত হয়েছেন।

সোমবার (১৭ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে জেলা পরিষদের ৩নং ওয়ার্ড হচ্ছে সোনারগাঁ উপজেলা।

নির্বাচনের আগে অনেক ঢাক ঢোল বাজিয়ে উপজেলা আওয়ামী লীগ প্রচার প্রচারণা করেছেন জেলা পরিষদ নির্বাচনে সোনারগাঁ ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের একক প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুম। বিভিন্ন অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি কায়সার হাসনাত সহ অন্যান্য নেতারা ঘোষণা দিয়ে বলেছেন, উপজেলা আওয়ামী লীগের একক প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুম তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কিন্তু আবারো জাতীয় পার্টির কাছে পরাজয় স্বীকার করতে হলো উপজেলা আওয়ামী লীগের।এর আগে মোগরাপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের পরাজয় স্বীকার করেছিলেন সংবাদ সম্মেলন করে। তখন উপজেলা আওয়ামী লীগের নেতারা বলেছিলেন, আমরা পরাজয় স্বীকার করছি এটা আমাদের ব্যর্থতা তবে আমরা ভবিষ্যতে আর ব্যর্থ হবো না এটা সংশোধন করে নিবো।

জেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির কাছে উপজেলা আওয়ামী লীগের একক প্রার্থীর পরাজয়ের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শামসুল ইসলাম ভূইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা দলীয় প্রতীকের নির্বাচন না মোস্তাফিজুর রহমান মাসুমকে আমরা উপজেলা আওয়ামী লীগ সমর্থন করেছি। আমরা পরাজয় শিখলাম মানুষ কিভাবে টাকার কাছে বিক্রি হয়ে যায়। আমরা আদর্শের কাছে পরাজিত হই নাই টাকার কাছে পরাজিত হয়েছি।

উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ড সদস্য পদে সোনারগাঁয়ে ৩৪ ভোট বেশি পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল। তিনি পেয়েছেন ৮৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুম পেয়েছেন ৪৯ ভোট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments