Wednesday, July 30, 2025
Google search engine
Homeঅপরাধসোনারগাঁয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জের সোনারাগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ আল আমিন (২০) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছেন পুলিশের চৌকস অফিসার এস আই আল ইসলাম । 

গতকাল শনিবার বিকেলে থানা সুত্রে বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী।   

আটককৃত আল আমিন কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার উলুল সোয়া কাজিবাজার এলাকার মজিবুর রহমানের ছেলে । 

এর আগে শনিবার ভোরে উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকা থেকে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারীর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আল ইসলাম ও সঙ্গীয় ফোর্স তাকে আটক করে।

পুলিশের এসআই আল ইসলাম বলেন, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর মেঘনা টোল প্লাজার সামনে যাত্রীবাহী বাস থেকে গোপন সংবাদের ভিত্তিতে আল আমিন নামে এক মাদক ব্যবসায়িকে আটক করি,এসময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হই। তিনি বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় করছিলো।  সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে সে।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান, আকটকৃত মাদক কারবারিকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।তবে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments