Wednesday, October 29, 2025
Google search engine
Homeনারায়ণগঞ্জসোনারগাঁয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোনারগাঁয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদে ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এ সময় নেতাকর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,জননেত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগের স্লোগানে মুখরিত করে তুলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

এসময় আরোও উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ উপজেলা ছাত্রলীগের নেতৃিবৃন্দ।

এরআগে এদিন সকালে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু করে সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। জন্মের প্রথম লগ্ন থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনসহ বিভিন্ন সঙ্কটে সবচেয়ে সফল সাহসী সারথি রেখেছে সংগঠনটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments