Thursday, July 31, 2025
Google search engine
Homeঅপরাধসোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে গৃহবধূর মৃত্যু,আহত-১০

সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে গৃহবধূর মৃত্যু,আহত-১০


সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে গৃহবধূর মৃত্যু,আহত-১০



আজকের সংবাদ ডেক্সঃ জমি নিয়ে বিরোধের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধ হয়ে শাহিদা বেগম (৪৫)নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

নিহত ওই নারী বারদী ইউনিয়নের আলগীর চর গ্রামের জাহাঙ্গীর রহমানের স্ত্রী। 

শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় গতকাল রাতেই সাদেকুর বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।

স্থানীয় এলাকাবাসী জানান,নিহত শাহিদা বেগমের ভাসুর ব্যবসায়ী মো.সাদেকুর রহমানের সঙ্গে একই গ্রামের হাবিবুর রহমানের একটি জমি নিয়ে বিরোধের জেরে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাবিবুর ও তাঁর ১২ থেকে ১৫ জন স্বজন মিলে সাদেকুরের স্বজনদের ওপর হামলা চালায়।এসময় শাহিদা বেগমসহ সাদেকুরের ১০ জন স্বজন আহত হন। 

আহত ব্যক্তিদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে শাহিদা গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

মামলার বাদী সাদেকুর বলেন,হাবিবুর সালিসে উপস্থিত না হয়ে জমি দখলের চেষ্টা চালিয়েছে। বাঁধা দেওয়ায় আমার আত্মীয়স্বজনকে টেঁটাবিদ্ধ ও পিটিয়ে ও কুপিয়ে আহত করে।

অভিযুক্ত হাবিবুর হামলার অভিযোগ অস্বীকার করে  জমি দাবি করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে আহত ব্যক্তিদের মধ্যে শাহিদা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments