Wednesday, July 30, 2025
Google search engine
Homeঅন্যান্নসোনারগাঁয়ে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

সোনারগাঁয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

মোঃ নুর নবী জনিঃ-শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে “ভিটামিন ‘এ’ খাওয়ান-শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার সকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী। 
 
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ৬-১১ মাস বয়সী শিশুদের নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট ২৬৫ টি ক্যাম্পে সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী বলেন, ভিটামিন ‘এ’ খাওয়ালে শিশুর পুষ্টি বৃদ্ধি ও স্বাভাবিক বৃদ্ধি বাড়ে। এ ছাড়া, রাতকানা রোগ এবং মৃত্যুহার হ্রাস করা যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমরা আশা করছি যে, উপজেলায় কোনো শিশু বাদ পড়বে না। দিনব্যাপী এ ক্যাম্পেইনে উপজেলায় ২৬৫টি কেন্দ্রে এই কার্যক্রম চলবে।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদানন্দ রায়, মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডা. আয়েশা আক্তার শেফাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা,নার্স ও কর্মচারীগণ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. শারমিন আহমেদ তিথী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া প্রথম বারের মত উপজেলার সবচেয়ে ব্যস্ততম এলাকা মোগরাপাড়া চৌরাস্তা বাস ষ্ট্যান্ডে এবারই প্রথম ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হয়, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাজারে কেনাকাটা করতে আসা শিশুরা যেন ভিটামিন “এ” খাওয়া থেকে বঞ্চিত না হয় তার জন্যই উদ্যোগ গ্রহণ করা হয়।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments