Wednesday, October 29, 2025
Google search engine
Homeঅপরাধসোনারগাঁয়ে জালজালিয়াতি মামলায় দলিল লেখক মহসিন ভূঁইয়া কারাগারে

সোনারগাঁয়ে জালজালিয়াতি মামলায় দলিল লেখক মহসিন ভূঁইয়া কারাগারে


সোনারগাঁ প্রতিনিধিঃ
– নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এম্পিয়ার ল্যান্ডমার্ক কোম্পানির বিরুদ্ধে ভুয়া জাল দলিল তৈরীর মামলায়, দলিল লেখক ও সনাক্তকারী সাক্ষী মহসিন ভূঁইয়া(৩৫) কে, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত -৫ হতে,  মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায়, তাহার জামিন নামঞ্জুর করে, গত ৬ই মে সোমবার কারাগারে প্রেরণ করেন, যাহার পিটিশন মামলা নং-৩৮৪/২২ সি আর মামলা নং-৪৫/২৪। কারাগারে প্রেরণ করা মহসিন ভুইয়া (৩৫) জামপুর ইউনিয়নের  মহজমপুর এলাকার  মৃত তোফাজ্জল ভুইয়ার পূত্র, যাহার সোনারগাঁ থানা সাবরেজিস্টার অফিসের দলিল লেখক সমন নং-১০০।

মামলার বাদী, আমজাদ হোসেন ওরফে লতিফ জানান, এম্পিয়ার ল্যান্ডমার্ক কোম্পানির  লিঃ এর  সহযোগী হিসেবে, ভুয়া দাতা সাজিয়ে, ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে, সোনারগাঁ উপজেলার নোয়াগাঁ ইউনিয়ন চর গোবিন্দপুর মৌজাতে, তিনটি দলিলে ১৮ বিঘা ২ শতক জমি রেজিষ্ট্রেশন করেন। যাহার দলিল নং- ১২৪৫৭, ১২৪৬২,১২৪৮৬/ ২০২২।

জালজালিয়াতি মামলায় অভিযুক্ত মহসিন ভুঁইয়ার  (৩৫) এর সাথে আরো দুই সহযোগীর নামে আদালত  গ্রেফতারি পরোয়ানা জারি করেন,  সহযোগীরা হলেন  ১/ সজল বিশ্বাস (৩৫) পিতার রাধিকা বিশ্বাস সাং বস্তল জামপুর, ২/ আলমগীর (৪২) পিতা মৃত নূর মোহাম্মদ, সাং বস্তল জামপুর।

স্থানীয় গোবিন্দপুরের জমি মালিকদের সাথে কথা বলে জানাযায়, স্থানীয় এলাকার জনসাধারণের বসবাস করা  ঘরবাড়ি ও ফসলি জমি এম্পিয়ার ল্যান্ডমার্ক কোম্পানির নামে ভুয়া জাল দলিল করে দখল করার চেষ্টা করে,  আদালতের কার্যক্রমে এলাকাবাসীর আইনের প্রতি আস্থা ফিরেছে। আদালতের ঘোষণার, খবর পেয়ে এলাকায়  মিষ্টি  বিতরণ করা হয়। স্থানে এলাকাবাসীর দাবী, মামলায় অভিযুক্ত সকল আসামীদের আইনের আওতায়এনে দৃষ্টান্তমূলক শাস্তি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments