Friday, August 1, 2025
Google search engine
Homeঅন্যান্নসোনারগাঁয়ে ডাকাত সন্দেহে র‍্যাবের উপর গ্রামবাসীর হামলা, আত্মরক্ষার্থে গুলি,নিহত-১

সোনারগাঁয়ে ডাকাত সন্দেহে র‍্যাবের উপর গ্রামবাসীর হামলা, আত্মরক্ষার্থে গুলি,নিহত-১


মোঃ নুর নবী জনি
:-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে স্থানীয় গ্রামবাসী ও র‍্যাবের সাথে সংগঠিত দ্বন্দ্বে র‍্যাবের গুলিতে আবুল কাসেম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় হুমায়ুন নামে অপর এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি বড়গাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সাদিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য মাঈন উদ্দিন জানান,রোজিনা নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি বড়গাঁও গ্রামের আমীর আলীর ছেলে সেলিম (২৩) নামে এক যুবককে সন্দেহজনক হিসেবে ধরতে আসে র‍্যাবের একটি সিভিল টিম। স্থানীয়রা র‍্যাবকে ডাকাত বলে সন্দেহ করে। । এ সময় র‍্যাব তাদের সন্দেহ দুর করতে নিজেদের পরিচয় পত্র(আইডি কার্ড) দেখালে স্থানীয়রা অভিযানে আসা র‍্যাব সদস্যদের ডাকাত বলে সন্দেহ করে তাদের সাথে বাক-বিতন্ডা শুরু করে উত্তেজিত হয়ে ধাওয়া দেয়ার চেষ্টা করে।

এমতাবস্থায় পরিস্থিতি বেগতিক দেখে র‍্যাব আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়। এ সময় গুলিতে ওই গ্রামের মৃত কদম আলীর ছেলে আবুল কাসেম নিহত হয় ও একই গ্রামের রহমত আলীর মেয়ের স্বামী হুমায়ুনও গুলিবিদ্ধ হোন 

হুমায়ন রহমত আলীর বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে। অপর এক প্রশ্নের জবাবে ইউপি সদস্য মাঈন উদ্দিন জানায়,সেলিমের মোবাইল নাম্বারের সাথে নিহত নারীর মোবাইলে

কথোপোকথনের প্রমাণ র‍্যাবের তদন্তে পাওয়ায় সেলিমকে প্রাথমিক সন্দেহভাজন হিসেবে ধরতে আসে র‍্যাব।

এ ব্যাপারে র‍্যাব-১১ এবং সোনারগাঁ থানা পুলিশের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এরআগে,শুক্রবার সকালে সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া গ্রামে রাজধানীর মিরপুর এলাকার রোজিনা নামে এক নারীর কন্ঠনালী কাটা মরদেহ উদ্ধার করে সোনারগাঁ থানা পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments