Wednesday, October 29, 2025
Google search engine
Homeঅপরাধসোনারগাঁয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাওন (২৪) নামের এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে একই এলাকার ইসরাফিল গংদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর জুগিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। তালতলা ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শাওন জামপুর ইউনিয়নের মহজমপুর জুগিপাড়া এলাকার আলী আজগরের ছেলে।

নিহত যুবক শাওনের ভাই মোতালেব জানান, বৃহস্পতিবার দুপুরে শিশুদের খেলায় ঝগড়াকে কেন্দ্র করে একই এলাকার ইসরাফিল,রাকিব ও রাব্বির নেতৃত্বে একদল সন্ত্রাসী রামদা,চাপাতি ও ছুরি সহ দেশীয় অস্ত্র নিয়ে শাওনের বাড়ীতে ভাংচুর ও লুটপাট চালায়।এসময় শাওন ও তার পরিবারের লোকেরা বাঁধা দিলে সন্ত্রাসীরা শাওনকে নির্মমভাবে কুপিয়ে আহত করে।পরে এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এবিষয়ে তালতলা ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান,দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে শাওন নামের যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments