Friday, August 1, 2025
Google search engine
HomeUncategorizedসোনারগাঁয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কালামকে সংবর্ধনা

সোনারগাঁয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কালামকে সংবর্ধনা


নিজস্ব প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের চকবাজার ও ১নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে চকবাজার মাঠে এই গণসংবর্ধনা দেওয়া হয়। 

এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম বলেন, আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। আমি আপনাদের নিকট চির কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমি আপনাদের পাশে পূর্বেও ছিলাম বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব। আমি আপনাদেরই সন্তান। আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা থাকবে আপনারা যেকোনো বিষয় নিয়ে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন।

আপনাদের এলাকার সকল অসমাপ্ত কাজগুলো আমি এবার আপনাদের সঙ্গে নিয়েই সমাপ্ত করতে চাই।

তিনি আরো বলেন, এলাকার যেকোনো সমস্যার সমাধান আপনাদের সঙ্গে নিয়েই করব। সোনারগাঁ উপজেলাকে স্মার্ট  বিনির্মাণে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।

সনমান্দী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক ওবায়দুল হক এর সভাপতিত্বে সংবর্ধনা  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সনমান্দী ইউপির সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসহাক মিয়া,কৃষি ও সমবায় সম্পাদক রাসেল মাহমুদ, সহ দপ্তর সম্পাদক এডভোকেট মুখলেসুর রহমান আমির,ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজু মিয়া, উপজেলা মটর চালক লীগের সভাপতি আনোয়ার হোসেন,দেলোয়ার মেম্বার,আওয়ামী লীগ নেতা আবু সিদ্দিক,দুলাল,যুবলীগ নেতা রোমান সরকার বাবু, খোরশেদ মোল্লা, ওমর আলী,বাদল,শুভ,এড. আমির,আনিছ শিকদার প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে সনমান্দী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments