মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবতীর(২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ টার দিকে পলিথিনে মোড়ানো অবস্থায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ঝোপের মধ্য থেকে অজ্ঞাত ওই যুবতীর নারীর মরদেহ উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার পরিদর্শক ( তদন্ত ) রাশেদুল হাসান খাঁন বলেন”মহাসড়কের পাশে ঝোপঝাড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় মদরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবতীকে দূর্বৃত্তরা শ্বাসরোধ করে অন্যত্র হত্যা করে এখানে ফেলে রেখে গেছে।এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে বলেও জানান তিনি।