সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষা পরিবারের দোয়া ও ইফতার মাহফিল
আজকের সংবাদ ডেক্সঃ-প্রাথমিক শিক্ষা পরিবার সোনারগাঁ শাখার আয়োজনে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষা পরিবারের যে সকল সদস্য ও শিক্ষক বৃন্দ মৃত্যু বরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার(১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে অবস্থিত স্কাইলার্ক রুফটপ রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সোনারগাঁ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন,উপজেলার সকল প্রাথমিক শিক্ষক পরিবারের সদস্যরা।
এসময় প্রাথমিক শিক্ষক পরিবারের যে সকল সদস্য মৃত্যু বরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।




