Tuesday, October 28, 2025
Google search engine
Homeনারায়ণগঞ্জসোনারগাঁয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে ইউএনও'র মতবিনিময়

সোনারগাঁয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে ইউএনও’র মতবিনিময়


মোঃ নুর নবী জনিঃ
– নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এন আবু তালেব এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার কাজল পাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। 

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ফারজানা রহমান বলেন, প্রতিষ্ঠানের প্রধানদের জোর পূর্বক পদত্যাগ বন্ধ ও শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ রক্ষা করতে হবে এবং প্রতিটি স্কুলের সকল শিক্ষকদের তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে অবশ্যই সৌহার্দপূর্ণ আচরণ থাকতে হবে।

তিনি বলেন,শিক্ষার্থীরা কাজ করে চিন্তা ভাবনা না করে, ইমোশনালি,কিন্তু আমাদের যারা শিক্ষক আছেন তাদেরকে ইমোশনালি চিন্তাভাবনা করার কোনো সুযোগ নেই। শিক্ষকদের চিন্তা থাকতে হবে যুক্তিযুক্ত। তাই শিক্ষার্থীদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। অভিভাবকদের সাথে সভার মাধ্যমে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। এই উপজেলায় আমি সদ্য যোগদান করেছি। আমার জন্য দোয়া করবেন আমি যেনো উপজেলাবাসীর সহযোগিতায় এ উপজেলাকে কাজের মাধ্যমে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পারি। এসময় উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন৷

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments