Wednesday, July 30, 2025
Google search engine
HomeUncategorizedসোনারগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গ্রেফতার-১

সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গ্রেফতার-১


সোনারগাঁ প্রতিনিধি-
সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র ও জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি সানাউল্লাহ বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ।

একইসঙ্গে তার বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগও উঠেছে।

মঙ্গলবার (২২এপ্রিল) বিকেল ৪ টার দিকে সোনারগাঁ উপজেলা ঈদগাহ মাঠ থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সানাউল্লাহ বেপারী  উপজেলার বৈদ্যৈর বাজার ইউনিয়নের মামরকপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহযোগিতায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।

পুলিশ জানায়, ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সোনারগাঁয়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর ব্রিজের ঢালে ছাত্র জনতার  উপর হামলার চালায়, এবং আন্দোলনকারীদের উপর চালানো হামলায় বেশ কয়েকজন আহত হয় এবং এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। এই ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন সানাউল্লাহ বেপারী। 

যার মামলায় নং ১৬ উক্ত মামলায় ২৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬০ জনকে  আসামি করা হয়। যার ৯১ নং আসামি সানাউল্লাহ বেপারী। 

এছাড়াও এলাকাবাসীরা জানান, সানাউল্লাহ বিভিন্ন ব্যবসায়ী, দোকানদার ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদা আদায় করতো। তার বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগও রয়েছে, বিশেষ করে নারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে হুমকি দেওয়ার ঘটনা স্থানীয়ভাবে আলোচিত ছিল।

একজন ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সে শুধু ছাত্র জনতার উপর  হামলার আসামিই নয়, এলাকায় আতঙ্কের নাম ছিল। সাধারণ মানুষ তার ভয়ে মুখ খুলতে সাহস করত না।”

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পূর্বে  মামলা রয়েছে,  নতুন করে আরও কয়েকটি অভিযোগ যাচাই করা হচ্ছে। পাশাপাশি, তার সহযোগীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার কার্যক্রমও শুরু হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments