Wednesday, July 30, 2025
Google search engine
Homeঅপরাধসোনারগাঁয়ে ব্যবসায়ীর জমি আত্মসাৎ করার অভিযোগ, বাড়ি ঘরে হামলা, ভাংচুর, লুটপাট

সোনারগাঁয়ে ব্যবসায়ীর জমি আত্মসাৎ করার অভিযোগ, বাড়ি ঘরে হামলা, ভাংচুর, লুটপাট


সোনারগাঁ প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাল দলিল সৃজন করিয়া এক ব্যবসায়ির পৈত্রিক ও ক্রয় করা ভিটা আত্মসা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে আবিদ হোসেন রাজু নামে ওই ব্যবসায়ী বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়ী আবিদ হোসেন রাজু উপজেলার সাদীপুর ইউনিয়নের ভরৎ মৌজাস্থিত তফসিলে ১২ শতাংশ সম্পত্তি খরিদ করে তাতে একতলা টি বাড়ি ও বিভিন্ন ফলের গাছ লাগিয়ে মনু মিয়া নামে একজন কেয়ারটেকা নিযুক্ত করেন।তার জমির আংশিক খালি জায়গা থাকায় কেয়ারটেকার মনু মিয়াকে অনুরোধ করে বিবাদী কামিজ উদ্দিনের ছেলে নেছার উদ্দিন একটি ছাপড়া তৈরি করে বিনা অনুমতি বসবাস করতে থাকে এবং বিভিন্ন সময়ে টাকা দাবী করে হয়রানীর স্বীকার করে। 

তিনি বলেব ভরৎ মৌজায় জৈনৈক রাম কমল পাল ও তাহার সহোদর ভাই কর্ন কমল পাল হইতে ১৯৮১ সনে ৬২ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হইয়া প্রায় ৪৫ বৎসার যাবৎ নামজারী খাজনাদী পরিশোধ করিয়া ভোগ দখলে আছি অথচ ভূমি দস্যু সংঘবদ্ধ চক্র বিভিন্ন সময়ে জাল জালীয়াতের মাধ্যমে হয়রানীর স্বীকার করিতেছে।

ভূমি দস্যুরা হইতেছে সুভাষ (৫০), হাবিবুল্লাহ (৬৫) গং রা যোগ সাজশে আমার ০৩ শতাংশ জমির জবর দখল করিবার হুমকি প্রদান করিতেছে। অতঃপর জৈনেক শ্রীরাম কমল পাল কর্মকমল পাল সহোদর ভাই হইতে ক্রয়কৃত যাহার রেজিট্রেমন তাং- ১৩/০৫/১৯৮১ সন যাহার দলিল না- ১০৪৬ ও ১০৪৭। আমার পিতা ও মাতা মরহুমা মিসেস লাইলী বেগম ক্রয়কৃত সম্পত্তি দীর্ঘদিন যাবৎ প্রায় ৪৭বৎসর ভোগ দখল করিয়া আসিতেছে। অথচ হঠাৎ করে আমার মরহুম পিতা শেখ আবেদ আলী ২৫/০১/২০১৬ তারিখে ইন্তেকাল করিলে এলাকার কতিপয় ভূমিদস্যু বিবাদী মামুন (৩০),নেহার (৬৫),  কালু (২৫), দ্বীন ইসলাম (৬০), নুরুল ইসলাম (৬৫), পিন্টু পাল (৪৫), সুশান্ত (৪৫), গংদের যোগসাজশে ভূমি আত্মসাতের হীন উদ্দেশ্য নেয়া জাল কাগজপত্র সৃজন করে কতিপয় ভূমি অফিসের কর্মচারীদের সহায়তায় প্রতি হয়রানীর স্বীকার করা হচ্ছেন। 

তারই ধারাবাহিকতায় বুধবার অনুমানিক দুপুর দুইটায় নেছার উদ্দিন,সুভাষ, হাবিবুল্লাহ আমার বাড়ীতে অবৈধ ভাবে ঢুকে কাচের আসবাবপত্র এবং দামি ফানিচার ভাঙ্গিয়া ৬০ মন ধান লুটে নিয়ে বাড়িতে তালা মেরে কেয়ারটেকার মনু মিয়াকে প্রাণ নাশের হুমকি প্রদান করিয়া ৬০,০০০/- (ষাট হাজার) টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে বাসার ভিতরে ঢুকতে দিবেনা বলে হুমকি দেয়। এবিষয়ে তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন। 

এ বিষয়ে অভিযুক্তর সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। 

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মফিজুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments