Tuesday, October 28, 2025
Google search engine
Homeজাতীয়সোনারগাঁয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভা

সোনারগাঁয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভা


মোঃ নুর নবী জনিঃ
-মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা সোমবার সকালে সোনারগাঁ উপজেলা সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

এতে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ ।

দিবসটি পালন উপলক্ষে সভায় জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তগুলো হলো, ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা এক মিনিটে উপজেলা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। 

সভায় ভাষা শহিদদের সঠিক নাম উচ্চারণ করার জন্য গুরুত্ব দেয়া হয়। ২১শে ফেব্রুয়ারি সঠিক মাপে ও নিয়মে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখার নির্দেশনা দেয়া হয়।

সভায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যবিভাগ, আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সরকারি বেসরকারি দপ্তর দিবসটি সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে তাদের স্ব স্ব কর্মপরিকল্পনা তুলে ধরেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.সামসুল ইসলাম ভুইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মো.মহসিন।

এছারাও আরোও উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশাররফ হোসেন, সাদীপুর ইউপি চেয়ারম্যান রশিদ মোল্লা,জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ভুইয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, মোশাররফ মেম্বার,রুনা মেম্বার, সোনারগাঁ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুর নবী জনি,সাংবাদিক ফরিদ হোসেন,শেখ এনামুল হক বিদ্যুৎ, রিপন সরকার সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments