Tuesday, October 28, 2025
Google search engine
Homeরাজনীতিসোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় আ”লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় আ”লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

 

সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় আ”লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আজকের সংবাদ ডেক্সঃসামাজিক দূরত্ব বজায় রেখে সোনারগাঁয়ে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। 

উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি শুরু হয়। আওয়ামীলীগের আহবায়ক কমিটির উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালনকালে জেলা পরিষদ ও আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সাবেক এম.পি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সামসুল ইসলাম ভূইয়া, যুগ্ম-আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, আওয়ামীলীগ নেতা ও উপজেলার সাবেক যুবলীগের সভাপতি গাজী মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, আহবায়ক কমিটির সদস্য নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, মুক্তিযোদ্ধা ওসমান গণি, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সাবেক ছাত্রলীগের সভাপতি রাসেল মাহমুদ, জেলা পরিষদ সদস্য ও সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাজী নুর আলম খান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আরমান আহমেদ মেরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন ও আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে,১৯৪৯ সালের ২৩ জুন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অনুসারী মুসলিম লীগের প্রগতিশীল কর্মীদের নিয়ে ঢাকার কেএম দাস লেনের ‘রোজ গার্ডেনে’ অনুষ্ঠিত সম্মেলনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিমলীগ নামে দলটির যাত্রা শুরু হয়। এদিন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিমলীগ পাকিস্তানের প্রথম বিরোধী দলের আত্মপ্রকাশ ঘটে।সংগঠনটির প্রথম কমিটিতে মওলানা আবদুল হামিদ খান ভাসানী সভাপতি, শামসুল হক সাধারণ সম্পাদক এবং জেলে থাকা অবস্থায় যুগ্ম-সম্পাদক নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান। বর্তমানে দলটির সভাপতির দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments