মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে রতন হত্যাকান্ডের ঘটনায় দুই জনকে আটক করেছে র্যাব-১১।
বুধবার দিবাগত রাতে রুপগঞ্জের দিঘি বরাবো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়।
গ্রেফতারকৃত আসামিরা হলো, রুপগঞ্জ উপজেলার দিঘি বরাবো এলাকার ইউনূস প্রধানের ছেলে ইসমাইল প্রধান (২৪), একই উপজেলার মোগরাকুল এলাকার মনির হোসেনের ছেলে ওসমান গনি (২৩)।
র্যাব-১১র সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, এর আগে মঙ্গলবার সোনারগাঁয়ের ভারগাঁও এলাকার ওলামা নগর খাল খালপাড় এলাকা থেকে রতন (৩৮) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রতন কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে সোনারগাঁয়ের নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায় যে, সকালে খালপাড় এলাকায় রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ । পরে গোপন সংবাদের ভিত্তিতে ক্লুলেস হত্যার সাথে জড়িত আসামিদেরকে গ্রেফতার করে র্যাব-১১ এর সদস্যরা।
গ্রেফতারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানায় র্যাব।
গ্রেফতারকৃত আসামিদেরকে পরবর্তী আইনানুগ কার্যক্রমে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।