Wednesday, July 30, 2025
Google search engine
Homeঅপরাধসোনারগাঁয়ে শ্রমিকলীগ নেতার ভাইয়ের বিরুদ্ধে দোকান সহ মালামাল লুটের অভিযোগ

সোনারগাঁয়ে শ্রমিকলীগ নেতার ভাইয়ের বিরুদ্ধে দোকান সহ মালামাল লুটের অভিযোগ


সোনারগাঁ প্রতিনিধিঃ–

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামী শ্রমীকলীগের নেতার ভাইয়ের বিরুদ্ধে মুদি দোকান ভেঙ্গে নগদ টাকা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভোক্তভোগী বাদী হয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছে। থানা অভিযোগ সূত্রমতে, নবী হোসেন (৫৫), পিতা-মৃত আব্দুল ছামাদ, মাঝেরচর, অলিপুরা বাজার, সনমান্দি, সোনারগাঁ, নারায়ণগঞ্জ ৮ জনকে বিবাদী করে আরো অজ্ঞাতনামা ৪/৫ জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেন । অভিযোগে বিবাদী (১) হেলাল উদ্দিন (৫০), পিতা- মৃত সাহাজ উদ্দিন (২) বাহাউদ্দিন (৪০) পিতা- মৃত সাহাজ উদ্দিন (৩) মোঃ এবাদুল (৩০) পিতা-মোঃ রশিদ (৪) মোঃ রাজু (৩৫) পিতা-কামাল(৫) আমির হোসেন (৩৫), পিতা-হযরত আলী (৬) মোঃ চুন্নু (৪২), পিতা-মোঃ আঃ মান্নান (৭) মোঃ শফিক (৪৭) পিতা- মৃত শওকত আলী (৮) মোঃ আলী আকবর (৫০), পিতা- মৃত সোলায়মান, সর্ব সাং- মাঝেরচর, ডাকঘর-অলিপুরা বাজার, সনমান্দি, সোনারগাঁ, নারায়ণগঞ্জ সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করেন। বাদীর অভিযোগ মাঝের চর সাকিনে সরকারী খাস জমিতে বাদী নবীর হোসেনের একটি মুদী দোকান রহিয়াছে। উপরোক্ত ১নং বিবাদী  উক্ত সম্পত্তি তাহার লীজকৃত সম্পত্তি দাবী করিয়া বাদীর দোকান সরাইয়া নিতে বলে। এতে বাদী বিবাদীকে লীজের কাগজপত্র দেখাতে বলিলে সে কোন কাগজপত্র দেখাতে না পারায় তাহার সাথে বাদীর বিরোধ সৃষ্টি হয়। উক্ত বিবাদী সহ উপরোক্ত বিবাদীগন প্রায় সময়ই বাদীর দোকান ভাংচুর করার জন্য হুমকি প্রদান করিতে থাকে। এমনকি বাদীর প্রতি মারমুখী আচারণ করে অশ্লীল ভাষায় গালাগালাজ করে। তারই ধারাবাহিকতায় গত ১০/০৬/২০২৫ তারিখ সকাল অনুমান ০৭.০০ ঘটিকার সময় উপরোক্ত বিবাদীগন সহ অজ্ঞাতনামা ৪/৫ জন বিবাদী ধারালো রামদা, ছেনদা, চাপাতি, চাকু, রামদা, লোহার রড, হকিষ্টিক, এসএস পাইপ সহ দেশিয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া বেআইনী জনতাবদ্ধে বাদীর দোকানে আসিয়া অতর্কিত ভাবে হামলা চালায়। বিবাদীগন হামলা করে দোকান ভাংচুর করিতে থাকে। তাতে বাধী বাধা প্রদান করিলে বিবাদীগন বাদীকে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। একপর্যাযে বাদী নবীর হোসেন প্রান ভয়ে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত বিবাদীগন  দোকান ঘরটি ভাংচুর করিয়া নিয়ে যায়। বিবাদীগন বাদীর দোকান ঘর সহ প্রায় ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকার মালামাল নিয়ে যায়। যাওয়ার সময় বিবাদীগন এই বলে হুমকি দিয়ে যায় যে, উক্ত বিষয়ে কোন মামলা মোকদ্দমা করিলে পরবর্তী বাদী খুন জখম করিবে। বাদীর ধারনা বিবাদীগন খুবই খারাপ প্রকৃতির লোক। বিবাদীদের ভয়ে বাদীর পরিবার বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগিতেছে। তাই বাদীর দাবী বিবাদীগন ফ্যাসিস্ট হাসিনা সরকারের শ্রমিকলীগ নেতা আলাউদ্দীনের ভাই ভাতিজা। তাদের অন্যায়ের ভয়ে এলাকার লোক মুখ খোলার সাহস পায়না। তাই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছেন।

তবে অভিযোগের বিষয়ে সোনারগাঁও থানা ওসি মফিজুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, দোকান লুটপাট ও অর্থ লুটপাটের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments