Thursday, July 31, 2025
Google search engine
Homeখেলাধুলাসোনারগাঁয়ে সাফিন স্মৃতি নাইট ডিগবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ঈশাখাঁ একাদশ

সোনারগাঁয়ে সাফিন স্মৃতি নাইট ডিগবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ঈশাখাঁ একাদশ


মোঃ নুর নবী জনি
:-ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘সাফিন স্মৃতি নাইট ডিগবল টুর্নামেন্ট (সিজন-৩) ২০২৩’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার রাত ৮ টায় সোনারগাঁ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ঈশাখাঁ একাদশ ক্লাব হাবীবপুর বন্ধু মহল ক্লাব কে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। 

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও লিয়াকত হোসেন খোকা। 

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজওয়ান উল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সামসুল ইসলাম ভুইয়া, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম,নাঃগঞ্জ জেলা আওয়ামী যুব পরিষদের সভাপতি এডভোকেট ফজলে রাব্বী,নাঃগঞ্জ জেলা পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল,উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকা বলেন, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে।

খেলা পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থা,প্রতিযোগিতার প্রথম পুরস্কার ছিল একটি ৫২” এলইডি টিভি । 

এসময় স্পনসর হিসেবে উপস্থিত ছিলেন আল মদিনা শপিংমল এর স্বত্বাধিকারী হাজী মাজহারুল ইসলাম। 

আরো উপস্থিত ছিলেন,আওয়ামীলীগ নেতা করিম আহমেদ,হাজ্বী শাহ মোহাম্মদ সোহাগ রনি, সোনারগাঁ পৌরসভা স্বেচ্ছাসেবকপার্টির আহবায়ক ওমর ফারুক টিটু, সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব হারুন উর রশিদ মেম্বার,সোনারগাঁ ক্রীড়া সংস্থা যুগ্ম সাধারণ সম্পাদক কবির প্রধান,দেলোয়ার হোসেন মিন্টু ,কোষাধ্যক্ষ নজরুল ইসলাম,সদস্য সেলিম প্রধান, সোনারগাঁ ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা মিলন বাবু ‘সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments