Wednesday, October 29, 2025
Google search engine
Homeসোনারগাঁওসোনারগাঁয়ে ১৩টি পশুর হাটের অনুমোদন

সোনারগাঁয়ে ১৩টি পশুর হাটের অনুমোদন


সোনারগাঁয়ে ১৩টি পশুর হাটের অনুমোদন


আজকের সংবাদ ডেক্সঃ প্রবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জেলা প্রশাসন সোনারগাঁ উপজেলায় ১৩টি অস্থায়ী হাটের অনুমোদন দিয়েছেন।

এই অনুমোদনের পর মঙ্গলবার থেকে আগামী ১৫ই জুলাই পর্যন্ত দরপত্র বিক্রি চলবে বলে জানা যায়।

উল্লেখ্য যে উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যানের প্রস্তাবের পর উপজেলা প্রশাসন ১৫টি হাটের জন্য প্রস্তাব পাঠালে ১৩টি অস্থায়ী হাটের অনুমোদন দেয়া হয়।

এ ছাড়াও পৌরসভায় ১টি আনন্দবাজার ও কাইকারটেক হাটে ২টি স্থায়ী পশুর হাট বসবে।

অনুমোদন দেওয়া অস্থায়ী হাটগুলো হলো, চরকিশোরগঞ্জ বালুরমাঠ,ধন্ধিরবাজার সংলগ্ন মাঠ, বিষ্ণাদী বাজার সংলগ্ন বালুরমাঠ,হোসেনপুর কবরস্থান সংলগ্ন পশুরহাট,হাজী গিয়াস উদ্দিনের বালুর মাঠ,প্রতাবের চর বালুরমাঠ,তালতলা বালুরমাঠ,মন্দিরপুর নোয়াদ্দা বাবু বাজার হাট, সিরাব জামে মসজিদ মাঠ,রিলায়েন্স হাউজিংয়ের খোলামাঠ,রিবর এলাকা আবুল সাহেবের বালুর মাঠ,কাজরহরদী বালুর মাঠ, সাদিপুর নয়াপুর কাঠাল বাগানের মাঠ।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম জানান,উপজেলায় এবছর ১৩টি অস্থায়ী পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments