Wednesday, October 29, 2025
Google search engine
Homeধর্মস্বাস্থ্যবিধি মেনে ঈদুল আযহা পালনের আহবান জানিয়ে সর্বস্তরের জনগণকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন...

স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আযহা পালনের আহবান জানিয়ে সর্বস্তরের জনগণকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ইঞ্জিঃ মাসুম


স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আযহা পালনের আহবান জানিয়ে সর্বস্তরের জনগণকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ইঞ্জিঃ মাসুম 


আজকের সংবাদ ডেক্সঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সোনারগাঁ উপজেলাসহ সর্বস্তরের জনগনকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেওয়া বাণীতে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন,পবিত্র ঈদুল আযহা হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। এই ঈদে ত্যাগের বিনিময়ে একজন মুসলমান পরিপূর্ণ মুত্তাকি হিসেবে গড়ে উঠেন। তাই ত্যাগ এবং বিনিময়ের আলোকে নিজেকে পরিচালিত করার দীপ্ত শপথ নিতে হবে।

পবিত্র ঈদুল আযহার শিক্ষাকে ধারণ করে দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান মানুষদের প্রতি আহ্বান জানান ইঞ্জিনিয়ার মাসুম।

শুভেচ্ছা বার্তায় তিনি আরোও বলেন-বৈশ্বিক মহামারি (কোভিড-১৯) সংকটময় পরিস্থিতির কারণে পৃথিবীর জন্যে জীবনকে এক স্থবিরতার দাঁড় করিয়েছে। তার মাঝেও জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন, আলোর দিশারী আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের পাশে থেকে দুর্যোগ পরিস্থিতিতে মহান আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যেভাবে করোনাভাইরাসকে মোকাবেলা করে যাচ্ছেন, সত্যিই তিনি বিশ্ববাসীর কাছে প্রশংসার দাবিদার। আমি সমাজের সকলকে আহবান জানাচ্ছি, আপনারা নিজ নিজ অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। সরকারি নির্দেশনা মেনে চলবেন। বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। নিজে বাঁচুন দেশকে বাঁচান। মহান আল্লাহ তায়ালা আমাদের সকালের মঙ্গল করুক। জীবনের প্রতিটি দিনই হোক ঈদের মতো আনন্দময় এই কামনায় সবাইকে ঈদ মোবারক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments