Wednesday, October 29, 2025
Google search engine
Homeবন্দর২নং হাজীপুর প্রাথমিক বিদ্যালয়ে শিশু দের কে ব্লাডগ্রুপ পরিক্ষা সমাপ্তি

২নং হাজীপুর প্রাথমিক বিদ্যালয়ে শিশু দের কে ব্লাডগ্রুপ পরিক্ষা সমাপ্তি


২নং হাজীপুর প্রাথমিক বিদ্যালয়ে শিশু দের কে  ব্লাডগ্রুপ পরিক্ষা সমাপ্তি


বিশেষ প্রতিনিধি :-২নং হাজীপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ে ৪ই আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত এই ব্লাডগ্রুপ পরিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বন্দর উপজেলায় ২নং হাজীপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে দুপুর পযন্ত প্রায় ২০০শত শিশু দের কে  ব্লাডগ্রুপ পরিক্ষা করা হয়েছে 

এবং পরিক্ষা নির্নয় শেষে তথ্যসূত্র উল্লেখ করে student unigvc I D card প্রদান করা হয়েছে এবং সকল শিক্ষার্থীর নিজস্ব আই ডি কার্ডে তার জীবন বিওান্ত  তথ্যের উল্লেখ্য থাকবে 

এই রক্তের গ্রুপ পরীক্ষার কর্মসূচি বাস্তবায়নে যারা সার্বিকভাবে পরিচালনা ও সহযোগিতা করেছেন আস্থা ফাউন্ডেশন ও বন্দর সিটি ডায়াগনস্টিক সেন্টার ২নং হাজীপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ে (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মামুন সরকার এবং মিডিয়া পাটর্নার ছিল কথা মিডিয়া সেন্টার। 

এই বন্দর উপজেলায় হাজীপুর ঐ প্রথম”  এই ধরনেরই আয়োজন.এই শোক এর মাসে মানব সেবা করার লক্ষ্যে এই ধরনের ক্রাযকর্মে যাতে সব সময় করতে  পারে সেইজন্য সকলের পতি অনুরুধ যানিয়েছেন সংগঠনের উদ্যোগতারা  প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রনালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর নির্দেশনায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের “তথ্য  এন্ট্রি ” বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments