সোনারগাঁয়ের ছেলে মোহাম্মদ হোসেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পদ পেলেন।
আজকের সংবাদ ডট কমঃ নারায়ণগন্জের সোনারগাঁয়ের ছেলে মোহাম্মদ হোসেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদকের পদ পেয়েছেন।
গতকাল সোমবার ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি টি আনুষ্ঠানিকভাবে ৩০১ সদস্য বিশিষ্ট ঘোষণা করা হলে এই তথ্য জানা যায়।
বিগত কেন্দ্রীয় কমিটির উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন মোহাম্মদ হোসেন।
সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মোগরাপাড়া হাই স্কুলের ছাত্র ছিলেন মোহাম্মদ হোসেন।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে টেলিভিশন এন্ড ফিল্ম স্টাডিজ এ মাস্টার্স করেছেন।
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন তিনি।
মোহাম্মদ হোসেন ছাত্রলীগের পক্ষে নারায়ণগঞ্জ-৩ আসনে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে।
এই ৩০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে পদ পাননি নারায়ণগঞ্জ জেলা কিংবা মহানগর কমিটির কোন নেতা।