সোনারগাঁয়ে মামলা তুলে না নেয়ায় বাদিকে পিটিয়ে জমির মাঠি কেটে নিল আসামীরা
আজকের সংবাদ.কমঃ অবৈধভাবে জমিদখলের অভিযোগে সোনারগাঁ থানায় মামলার বাদীপক্ষ গৃহবধূ শাহনাজ বেগম ও সিরাজুল ইসলাম (৫০) কে মামলা তুলে নিতে আসামিরা গতকাল শুক্রবার দেশীয় অস্ত্র দিয়ে আবারও পিটিয়ে গুরুতর আহত করে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব সনমান্দি গ্রামে জমি দখলে বাধা দেয়ায় সিরাজুল ইসলাম (৫০) ও তার স্ত্রী শাহনাজ বেগম (৪৫)কে গত ২৮ এপ্রিল প্রতিবেশী আ. লতিফ (৬০) ও তার দুই ছেলে জাকির (২৪) এবং আবুলের (৩০) পিটিয়ে হত্যা চেষ্টার ঘটনায় মামলা করায় প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে আসামীরা।
এ ব্যাপারে সোনারগাঁ থানা পুলিশ মামলার অন্যতম আসামী আঃ লতিফের ছেলে জাকির (২৪)কে গ্রেফতার করলে আসামীরা বেপোরোয়া হয়ে উঠে। এলাকাবাসী জানায়, আঃ লতিফ বাহিনীর জাকিরকে গ্রেফতার করায় আজ সকালে আঃ লতিফ ও তার ছেলে আবুল (৩০) আবারো ও মামলার বাদী সিরাজ দম্পতিকে পিটিয়ে আহত করে এবং তাদের বাড়ির পাশের রাস্তার মাটি কেটে নেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁ থানার এসআই পঙ্কজ কান্তি সরকার জানান, এ ঘটনায় একজন কে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।