বিআইডব্লিউটিএর অভিযানে জেটি ও ইউনিক গ্রুপের বালু অপসারনের জন্য নিলাম ঘোষনা
আজকের সংবাদ ডট কমঃ বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীর তীরে অবৈধ ভাবে দখলকৃত মেঘনা গ্রুপের জেটি ও ইউনিক গ্রুপের দখলকৃত স্থাপনা থেকে বালু অপসারনের জন্য নিলাম দিয়েছেন।
বুধবার সকালে সোনারগাঁয়ের মেঘনা নদীতে অভিযান চালায় বিআইডব্লিউটিএ এ অভিযানে ইউনিক গ্রুপের অবৈধ ভাবে দখলকৃত স্থাপনা থেকে বালু অপসারনের জন্য নিলাম ঘোষনা করেন।
সর্বোচ্চ দরদাতা সাব্বির নামের এক ব্যাক্তির কাছে ২৪ লক্ষ ১০ হাজার টাকায় বালু বিক্রি করা হয়।
অভিযানটি পরিচালিত হয় বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী ও উপ পরিচালক মোঃ শহীদুল্লাহর সার্বিক তত্বাবধায়নে
বিআইডব্লিউটিএ এর কর্তৃপক্ষরা বলেন, মেঘনা নদীর দুই তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ৬ দিনব্যাপী অভিযান পরিচালিত হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন