শিপলু চেয়ারম্যান এর নিজ অর্থায়নে ও ভিজিএফের পাশাপাশি গরিব,অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ।
আজকের সংবাদ ডট কমঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে গরিব,অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার(২৯মে) সকাল ১১টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের চেয়ারম্যান হা-মীম শিকদার শিপলু এই কার্যক্রমের উদ্বোধন করেন।
চেয়ারম্যান হা-মীম শিকদার শিপলু বলেন,সকলে যেন ভালো ভাবে ঈদ উদযাপন করতে পারে সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বরাদ্দকৃত ইউনিয়নের অসহায়, গরিব ও দুস্থ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন বরাদ্দকৃত চাল শেষ হয়ে যাওয়ার পর অনেক গরিব ও দুস্থ পরিবার বাদ পড়ায় নিজ অর্থায়নে বাইরে থেকে চাল ক্রয় করে তাদের মাঝে বিতরণ করা হয়।
এসময় তার সাথে ইউনিয়নের সকল মেম্বারগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য অতি দারিদ্র্যের জন্য সরকারের নেওয়া সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় এই চাল বিতরণ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন