সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ী আটক।
আজকের সংবাদ ডট কমঃ সোনারগাঁয়ে বিভিন্ন স্থানে মাদক বিরোধী চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল শনিবার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া, পিরোজপুর ও সনমান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
সোনারগাঁ থানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে মোগরাপাড়া চৌরাস্তায় কলাপাতা রেস্টুরেন্টের সামনে থেকে জসীম ও সজীব নামের দুজনকে ৫২ পিছ ইয়াবাসহ ও পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে সুজন নামের একজনকে ৩০ পিছ ইয়াবাসহ এবং সনমান্দি ইউনিয়নের অলিপুরা বাজার থেকে নাঈম ও জিলানী নামে দুজনকে ৫২ পিছ ইয়াবাসহ আটক করা হয়।
এব্যপারে সোনারগাঁ থানা পুলিশের ওসি(তদন্ত)হেলাল উদ্দিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন