সোনারগাঁয়ে ২২ শত পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
আজকের সংবাদ ডট কমঃ সোনারগাঁ উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শুক্রবার ভোরে উপজেলার পৌরসভা কৃষ্ণপুরা এলাকার উপজেলা ভূমি অফিসের সামনে থেকে জালাল উদ্দিন(৫০)ও সোহাগ(৩২) নামের দুজনকে ২২০০ পিছ ইয়াবাসহ আটক করা হয়।
গ্রেপ্তারকৃত জালাল উদ্দিন কুমিল্লা জেলার তিতাস উপজেলার চরকুমারিয়া গ্রামের কবির মিয়ার ছেলে ও সোহাগ চাঁদপুর জেলার মতলব থানার কালিপুরা গ্রামের মোতালেবের ছেলে।
গ্রেপ্তারকৃতরা নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার নামার বাগ এলাকার বারেক মিয়ার ভাড়াটিয়া বলে জানা যায়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এব্যপারে সোনারগাঁ থানা পুলিশের ওসি(তদন্ত)হেলাল উদ্দিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন